Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির ৮১ বস্তা চাল আটক

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

এপ্রিল ১৫, ২০২৫, ০৭:২০ পিএম


তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির  ৮১ বস্তা চাল আটক

ময়মনসিংহ জেলার  তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮১ বস্তা সরকারি চাল  আটক করেছে তারাকান্দা থানা পুলিশ।

জব্দকৃত   চাল এর বস্তাগুলো শরীফ মিয়া নামের একজনের  বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির চাল ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল চাল ক্রয় করে শরীফ মিয়ার বাড়িতে রেখেছে।

ওই বাড়ি থেকে অভিযান চালিয়ে তারাকান্দা থানা পুলিশ ৮১ বস্তা চাল আটক করেছে। তারাকান্দা থানার এ এস আই নজরুল ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন। 

আরএস

 

Link copied!