চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫, ০৭:৫৩ পিএম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫, ০৭:৫৩ পিএম
ভোলার চরফ্যাশনে দাখিল পরীক্ষার্থীর খাতায় প্রশ্নের উত্তর লিখে দেয়ার অপরাধে মাও: হাবিব উল্লাহ মাহাবুব (৫২) নামের এক শিক্ষককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে দাখিল আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন হলে দায়িত্বে থাকা অবস্থায় শিক্ষক মাও: হাবিব উল্লাহ মাহাবুবকে পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার অপরাধে আটক করা হয়।
অভিযুক্ত শিক্ষক মাওলানা মো. হাবিব উল্লাহ মাহবুব উপজেলার কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান,পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০, ৯এর (খ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে তার কর্মরত মাদ্রাসার সুপারকে নির্দেশ দিয়েছি এবং পরীক্ষার কেন্দ্র থেকে এই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরএস