ফেনী প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫, ০৮:২০ পিএম
ফেনী প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫, ০৮:২০ পিএম
ফেনীতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড কমিটি) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ এএনএম মোরশেদ খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী জজ মো. নিজাম উদ্দীন, অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ শেখ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাছকিরুল হক, সহকারী জজ সাথী ইসলাম ও সবুজ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জেলার মো. জাহেদুল আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুল আমিন খান।
এ সময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমানসহ বিচার বিভাগ, প্রশাসনের কর্মকর্তা, লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরএস