Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষায় অনিয়ম: ১০ শিক্ষক বহিষ্কার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

এপ্রিল ১৬, ২০২৫, ১১:৫৭ এএম


মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষায় অনিয়ম: ১০ শিক্ষক বহিষ্কার

বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগে ১০ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষাকালীন সময়ে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা কক্ষে পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন, বই ও খাতা পাওয়া যায়।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সভাপতি মো. হাবিবুল্লাহর নেতৃত্বে ভিজিল্যান্স টিমের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে কেন্দ্র সচিব মো. শহিদুল ইসলাম লিখিত আদেশে তাদেরকে ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করেন।

এ ছাড়া পেলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে নেহালপুর কুহারদাহ দাখিল মাদরাসার সহকারী সুপার মো. এসকেন্দার আলী খানকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, ‘পাবলিক পরীক্ষায় নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। দোষী প্রমাণিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিআরইউ

Link copied!