বরিশাল ব্যুরো
এপ্রিল ১৬, ২০২৫, ০৪:১১ পিএম
বরিশাল ব্যুরো
এপ্রিল ১৬, ২০২৫, ০৪:১১ পিএম
২০২১ সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের (CRAFT Instructor) পদোন্নতি সংক্রান্ত মামলার রায়ের প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর চৌমাথা ঘুরে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, উচ্চশিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ মোট ৬ দফা দাবি জানানো হয়েছে। এই দাবিগুলোর বিষয়ে পূর্বে নির্ধারিত সময়সীমা ১৫ এপ্রিল শেষ হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে ছয়টি দাবি তুলেছিলাম। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আজকের কর্মসূচি থেকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
পরে প্রশাসনের অনুরোধে এবং ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গিয়ে পলিটেকনিক ক্যাম্পাসে ফিরে যান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অধিদপ্তর বা মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস না দিলে রাজপথ ছাড়বেন না।
ইএইচ