চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
এপ্রিল ১৬, ২০২৫, ০৫:১৭ পিএম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
এপ্রিল ১৬, ২০২৫, ০৫:১৭ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে আলতাপ হোসেন (৪৬) নামের এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আলতাপ হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের বাসিন্দা। তিনি ২০০৮ সাল থেকে ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসবাস করে আসছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) এম এম শাহজাহান মুকুল জানান, মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আলতাপ হোসেনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। এই জরিমানা দণ্ডিতের জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী সময়ে প্রথম দায়দেনা হিসেবে বিবেচিত হবে বলে আদালতের রায়ে উল্লেখ রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর বাড়িতে অবস্থানকালে তার পেটে ব্যথা ও বমিভাব শুরু হলে প্রেগন্যান্সি পরীক্ষার মাধ্যমে জানা যায় সে ২-৩ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনার কারণ অনুসন্ধানে কিশোরী জানায়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তার মা বোনের বাড়িতে গেলে সেই সুযোগে বাবা ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে পরবর্তী দুই থেকে তিন মাসে আরও ৭-৮ বার ধর্ষণ করে।
পরে ২০২৪ সালের ৭ মার্চ কিশোরীর মা আলমডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর আলতাপ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় ঘোষণা করা হয়।
বিআরইউ