Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

পুলিশ ফাঁড়িতে ছাত্রনেতার ওপর ‘হামলা’, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

এপ্রিল ১৬, ২০২৫, ০৫:২৪ পিএম


পুলিশ ফাঁড়িতে ছাত্রনেতার ওপর ‘হামলা’, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়িতে পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান খান বাবু।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

বাবু অভিযোগ করেন, জমি-সংক্রান্ত এক বিরোধের মীমাংসার সময় শাহাপুর ক্যাম্পে পুলিশ সদস্যদের সামনেই গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে তাকে মারধর করা হয়। ওই সময় আন্দুলবাড়িয়া ইউনিয়নের কয়েকজন বিএনপি-সমর্থিত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে বাবু বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি। শুধুই প্রতিহিংসার কারণে আমার ওপর এই হামলা হয়েছে। যদি আমার কিছু হয়, তবে আমার লাইভে যাদের নাম বলেছি, তারাই দায়ী থাকবে।’

এ বিষয়ে শাহাপুর ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন জানান, জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনার সময় কাগজপত্র যাচাই করে সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু বিদায়ের সময় কয়েকজন যুবক বাবুকে চড় মারেন।

তিনি আরও জানান, বিষয়টি জীবননগর থানার ওসিকে জানানো হয়েছে এবং বাবুকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

জীবননগর থানার ওসি মামুন বিশ্বাস বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

অন্যদিকে মেহেদী হাসান খান বাবু জানিয়েছেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত শরিফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

বিআরইউ

Link copied!