Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

পাবনায় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৫৭ পিএম


পাবনায় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি বাতিলসহ ছয় দফা দাবিতে পাবনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

বুধবার দুপুর ১২টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্বরে পৌঁছায়। সেখানে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন। অনেকে খণ্ড খণ্ড দলে ভাগ হয়ে সড়কে খেলাধুলা করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— হাইকোর্টের মাধ্যমে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি হওয়ার সুবিধা বাতিল, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি ডিগ্রিধারীদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ।

পাবনা সদর থানা ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, "শিক্ষার্থীরা আগেও একই দাবিতে অবরোধ করেছিল, আজও করেছে। আমাদের বাহিনী সতর্ক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।"

ইএইচ

Link copied!