Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৫, ০৭:২৪ পিএম


সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের একজন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০)। অন্য নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৫৮৯১) বিকল হয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় একটি লো-বেড লং ভেহিকেল (চট্টগ্রাম মেট্রো-ট ১১-৩৯০৫) বিকল ট্রাকটিকে চেইন দিয়ে টেনে সরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই আরেকটি চট্টগ্রামগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৩৭৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকচালক নিহত হন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ রেজা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে আটক করে। দুর্ঘটনায় জড়িত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!