আল-আমিন, নীলফামারী
এপ্রিল ১৬, ২০২৫, ০৭:৪০ পিএম
আল-আমিন, নীলফামারী
এপ্রিল ১৬, ২০২৫, ০৭:৪০ পিএম
নীলফামারী সদর উপজেলার সিংদই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মো. ফজলুল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মাদরাসার দাতা সদস্য মশিউর রহমান শাহ ফকির বলেন, “সুপার ফজলুল করিম একজন স্বেচ্ছাচারী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলেও তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করেন, সুপার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে পরীক্ষার ফি আদায় করতেন এবং কেউ প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি দেখাতেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য আমির আলী শাহ ফকির, মো. আবু বক্কর সিদ্দিকী, সাদ্দাম আলীসহ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইএইচ