Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৫, ০৭:৪৪ পিএম


ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

বুধবার বেলা ১২টার দিকে বানিবহ ইউনিয়নবাসীর ব্যানারে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, ব্যবসায়ী খলিলুর রহমান, ইউপি ইমাম কমিটির সভাপতি দাউদ পাটোয়ারী, ইউপি সদস্য আজিজুল ইসলাম ও শাফিয়া, ডা. আতিক, আবুল কালাম আজাদ, সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান শেফালী আক্তার তার স্বামীর মৃত্যুর পর নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত হন। তারা অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের একাংশের সহায়তায় তিনি এ পদে আসীন হন এবং ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে শুধুমাত্র একটি বিশেষ মহল ভোগ করছে বলেও অভিযোগ উঠে।

বক্তারা আরও বলেন, অতীতে একইভাবে গোলাম মোস্তফা বাচ্চুকে ভোট ছাড়াই চেয়ারম্যান করা হয়েছিল, যার বিরূপ প্রভাব ইউনিয়নবাসী ভোগ করেছে। তারা বলেন, শেফালী আক্তারকে দ্রুত অপসারণ ও বিচারিক ব্যবস্থার আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

পরে মানববন্ধনকারীরা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

ইএইচ

Link copied!