রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৫, ০৮:০২ পিএম
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৫, ০৮:০২ পিএম
নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি শুরু হওয়ার আগে ইব্রাহিম ফসলের মাঠে ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে তার নাক ও মুখ দিয়ে রক্তপাত হয় বলে জানান চিকিৎসক।
নিহতের চাচাতো ভাই শাহিন বলেন, "দুপুরে বৃষ্টির সময় ইব্রাহিম মাঠে ধান কাটছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ বাড়িতে এনে দাফনের প্রস্তুতি চলছে।"
ইএইচ