মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
এপ্রিল ১৬, ২০২৫, ০৮:৩৮ পিএম
মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
এপ্রিল ১৬, ২০২৫, ০৮:৩৮ পিএম
জীবিকার টানে পরিবার-পরিজনকে ছেড়ে, অন্ন যোগাতে জেলা থেকে জেলা পাড়ি দিয়ে ধান কাটতে এসেছিলেন তারা। মহাজনের জমিতে চুক্তিভিত্তিক ধান কাটার আশায় হবিগঞ্জে আসেন চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিক। কিন্তু বৈশাখের হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন তারা।
নিহত দুইজন হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২) ও কপিল উদ্দিন (৪৫)।
জানা গেছে, কিছুদিন আগে ধান কাটার মৌসুমি শ্রমিক হিসেবে তারা এসেছিলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।
বুধবার হাওরে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
আজমিরীগঞ্জ থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রতিবছর ধান কাটা মৌসুমে অনেক দূর-দূরান্ত থেকে এসব মৌসুমি শ্রমিকরা হাওরে কাজ করতে আসেন। তারা ধান কেটে ঘরে তুলতে পারলে সারা বছরের অন্ন নিশ্চিত হয়। এবারও পরিবারগুলো অপেক্ষায় ছিল মৌসুম শেষে প্রিয়জন ফিরে আসবে সাফল্যের গল্প নিয়ে। কিন্তু সেই অপেক্ষা এখন লাশ ফিরে পাওয়ার বেদনায় রূপ নিয়েছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
ইএইচ