Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

ভবনে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৫, ১২:১০ এএম


ভবনে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাহিদুল ইসলাম (১৮) নামের এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে রূপসদী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইব্রাহিম ও পারভিন আক্তার দম্পতির ছেলে। পেশায় তিনি ছিলেন একজন টাইলস মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপসদী দক্ষিণ পাড়ার ৮নং ওয়ার্ড এর আব্দুস সাত্তার (৫৫) এর মালিকানাধীন একটি নির্মাণাধীন দুইতলা ভবনে অন্যান্য শ্রমিকদের সঙ্গে টাইলস লাগানোর কাজ করছিলেন নাহিদুল। কাজের একপর্যায়ে রাস্তার পাশ ঘেঁষে থাকা দেয়ালে টাইলস বসানোর সময় অসাবধানতাবশত তিনি সড়কের ওপর দিয়ে যাওয়া সরকারি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে সহকর্মী শ্রমিক, ভাই ও মামা মিলে তাকে উদ্ধার করে স্থানীয় রূপসদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, বিদ্যুৎ লাইনের তার ভবনের খুব কাছ দিয়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। ভবন নির্মাণের আগে বিদ্যুৎ বিভাগের অনুমতি ও সতর্কতা নিশ্চিত করা হলে হয়তো এই মৃত্যুর ঘটনা এড়ানো যেত।

নাহিদুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় শোকাহত ও দিশেহারা।

ইএইচ

Link copied!