Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

রাতে বেরিয়ে আর ফেরা হয়নি, ভোরে মিলল গৃহবধূর লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

এপ্রিল ১৭, ২০২৫, ১১:৪১ এএম


রাতে বেরিয়ে আর ফেরা হয়নি, ভোরে মিলল গৃহবধূর লাশ

টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকায় নিজ বাড়ির পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।

পরিবারের বরাতে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়ার পর স্বামীর সঙ্গে কথা বলতে ঘর থেকে বের হন আমিনা। পরে অনেকক্ষণ ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরইউ

Link copied!