ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ১২:১০ পিএম
ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ১২:১০ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই প্রবাসী স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পৃথক ঘটনায় দুই নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (৩২) বৃহস্পতিবার সকালে আইপিএসের তারে বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মিতু বেগমের একটি কন্যা সন্তান রয়েছে।
অপরদিকে, ঘোষপুর ইউনিয়নের পুবিলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফিরদাউস মোল্যার স্ত্রী রুনা সুলতানা (২৩) পারিবারিক কলহের জেরে বুধবার রাতে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রুনার একটি ছেলে সন্তান রয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল জানান, আত্মহত্যার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিআরইউ