Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

৪০ লাখ টাকার মোবাইল চুরি, পুলিশি তদন্তে ‘হতাশ’ ব্যবসায়ী

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

এপ্রিল ১৭, ২০২৫, ১২:৫৬ পিএম


৪০ লাখ টাকার মোবাইল চুরি, পুলিশি তদন্তে ‘হতাশ’ ব্যবসায়ী

নেত্রকোনার মদন উপজেলায় একটি মোবাইল দোকান থেকে ৪০ লাখ টাকার ৩২০টি মোবাইল ফোন চুরির ঘটনায় হতাশায় ভুগছেন দোকানের মালিক মাসুদ রানা। ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং এখনো একটি মোবাইল ফোনও উদ্ধার করা সম্ভব হয়নি।

৩ মার্চ ভোর রাতে মদন পৌরসভার আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটে অবস্থিত এস এম টেলিকম নামের দোকান থেকে মোবাইল ফোন চুরি হয়। সিসি টিভি ফুটেজে চুরির দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়লেও, পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মাসুদ রানা থানায় মামলা দায়ের করার পরও তেমন কোনো অগ্রগতি হয়নি, যা তাকে হতাশ করেছে।

মাসুদ রানা বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলাম। সকালে এসে দেখি দোকানের নতুন তালা লাগানো। তালা ভেঙে দোকানের ভেতর ঢুকে দেখি সব মোবাইল ফোন চুরি হয়ে গেছে। সিসি টিভির ফুটেজসহ থানায় মামলা দিয়েছি, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এদিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘সিআইডি টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে এবং কিছু সন্দেহভাজন আসামিকে শনাক্ত করা হয়েছে। সিআইডির রিপোর্ট হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরইউ

Link copied!