পটুয়াখালী প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০২:৪১ পিএম
পটুয়াখালী প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০২:৪১ পিএম
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্ত সম্পন্ন হওয়ার আগেই কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য বহিঃবিভাগে সেবা বন্ধ রেখে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহিঃবিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিভিন্ন সময় রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই তারা হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার মোতায়েনের দাবি জানান। একইসঙ্গে গত ১৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের আগেই ডা. শামিম আল আজাদকে মিথ্যা অভিযোগে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদ জানান তারা।
তারা অবিলম্বে বরখাস্তাদেশ প্রত্যাহার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার নিরপেক্ষ অনুসন্ধান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।
তবে কর্মবিরতির সময় জরুরি বিভাগের সব ধরনের সেবা চালু থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেন তারা।
ইএইচ