Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ী প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৫, ০৩:০১ পিএম


সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে প্রকল্পটির সরিষাবাড়ী শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।

প্রশিক্ষণ কর্মকর্তা মো. মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস প্রশিক্ষক কাজী ফিরোজ হোসেন, ইন্টেরিয়র প্রশিক্ষক আশিক পাঠান, ক্যাটারিং প্রশিক্ষক মনিরা ইয়াসমিন, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ হাসু, এবং সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠান শেষে ৩০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক প্রদান করা হয়। প্রশিক্ষণের মধ্যে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন কার্যকরী ও সৃজনশীল বিষয় অন্তর্ভুক্ত ছিল।

এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে উৎসাহিত হবেন বলে মনে করছেন আয়োজকরা।

ইএইচ

Link copied!