Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৫, ০৩:১১ পিএম


ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদগঞ্জ উপজেলার মো. সোহেল গাজী (৩০), মো. খালেক গাজী (৫০) এবং মোশাররফ হোসেন পিঠু (৩৫) নামের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!