দেওয়ান সবুজ, ঈশ্বরদী (পাবনা)
এপ্রিল ১৭, ২০২৫, ০৩:১৪ পিএম
দেওয়ান সবুজ, ঈশ্বরদী (পাবনা)
এপ্রিল ১৭, ২০২৫, ০৩:১৪ পিএম
পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতুড়ির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিপু সরদার ওই গ্রামের রিকাত সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দিপু। সে সময় মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে পারিবারিক বিষয়ে প্রায়ই বড় ভাই মনিরুল সরদারের সঙ্গে তার বিবাদ লেগেই থাকত।
বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দিপু তার বড় ভাইকে কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মনিরুল ক্ষিপ্ত হয়ে দিপুর মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে দিপু গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত আহত অবস্থায় দুইজনকেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দিপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে পথেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইএইচ