এমএ মামুন, দেবহাটা (সাতক্ষীরা)
এপ্রিল ১৭, ২০২৫, ০৩:৪৯ পিএম
এমএ মামুন, দেবহাটা (সাতক্ষীরা)
এপ্রিল ১৭, ২০২৫, ০৩:৪৯ পিএম
সাতক্ষীরার দেবহাটায় পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করে নকল করায় মহিউদ্দিন হোসাইন নামের এক দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দেবহাটা উপজেলার সখিপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে তার কাছে স্মার্টফোন পাওয়া যায় এবং নকল করার সময় তিনি ধরা পড়েন।
ঘটনার পর কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন হোসাইন স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের বিষয়টি স্বীকার করলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, কুলিয়া এলাহী বক্স দাখিল মাদরাসা পরীক্ষার্থী মহিউদ্দিন হোসাইন সখিপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শেষে পর্যায়ে কেন্দ্রের ট্যাগ অফিসার সাজ্জাদ হোসেন তার কাছে স্মার্টফোন দেখতে পেয়ে বিষয়টি ইউএনওকে অবহিত করেন। পরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথ প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, “পরীক্ষা কক্ষে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। স্মার্টফোন ব্যবহার করে নকল করায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ নজরদারি করছি।”
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।”
ইএইচ