Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

টাইলস মিস্ত্রি বানালো জিপ গাড়ি: ১ লাখ টাকায় চমক

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

এপ্রিল ১৭, ২০২৫, ০৩:৫৭ পিএম


টাইলস মিস্ত্রি বানালো জিপ গাড়ি: ১ লাখ টাকায় চমক

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। পেশায় টাইলস মিস্ত্রি আসলাম হোসেন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র ১ লাখ টাকায় তৈরি করেছেন একটি পরিবেশবান্ধব ব্যাটারিচালিত জিপ গাড়ি। তার এই উদ্ভাবনী কাজ এলাকার বাসিন্দাদের মধ্যে চমক সৃষ্টি করেছে।

গাড়িটির মধ্যে ড্রাইভারসহ চারটি সিট রয়েছে এবং এটি চালানোর জন্য চারটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটি একটি পূর্ণাঙ্গ জিপ মডেলে তৈরি হলেও এখনও সম্পূর্ণ হয়নি। আসলাম জানান, ‘প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিলেই ১০ থেকে ১৫ টাকার খরচ হবে এবং এক চার্জে ৮০ থেকে ১০০ কিলোমিটার চলতে পারবে।’

এলাকাবাসী উৎসাহিত হয়ে গাড়িটি দেখতে আসছেন। কেউ গাড়িটি ছুঁয়ে দেখছেন, কেউ আবার চড়ে যাচ্ছেন। ইতোমধ্যেই গাড়িটি এলাকার বাইরেও চর্চিত হয়ে উঠেছে।

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেছেন, ‘আসলাম একজন টাইলস মিস্ত্রি হলেও তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তিনি সুন্দর একটি জিপ গাড়ি তৈরি করেছেন। তার প্রতিভাকে আরও বিকশিত করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে তাকে সহযোগিতা করা হবে।’

এলাকার বাসিন্দা মিরান বলেন, ‘এটি সত্যিই বিস্ময়কর। টাইলস মিস্ত্রি হয়েও তিনি এমন একটি জিপ তৈরি করেছেন, যা দেখার মতো।’

আসলামের এই উদ্ভাবনী প্রতিভা এখন এলাকার সবার প্রশংসায় ভাসছে, এবং তার তৈরি জিপ গাড়ি এলাকার মধ্যে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।

বিআরইউ

Link copied!