চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৪:৫২ পিএম
চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৪:৫২ পিএম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ ইউচুপ ওরফে ইউচুপ আল কাদেরীকে (৩৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইউচুপ এওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান চৌধুরী বাড়ির বাসিন্দা, মৃত ফেরদৌস আহমদ ও মোমেনা খাতুনের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার ভোরে) উপজেলার দেওদীঘি বাজার সংলগ্ন নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার এএসআই এমরান জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জয়ন্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম যুবলীগ নেতা ইউচুপকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ ইউচুপ ওরফে ইউচুপ আল কাদেরী আওয়ামী যুবলীগের একজন সক্রিয় নেতা। ২০১৯ সালের ১৮ নভেম্বর সাইদুর রহমান দুলাল, আ.ন.ম সেলিম ও হারেজ মোহাম্মদের নেতৃত্বাধীন কমিটিতে তাকে এওচিয়া ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তবে তার বিরুদ্ধে বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা, কিশোর গ্যাং লালন এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, ইউচুপের বিরুদ্ধে এসব অভিযোগ যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ