আখাউড়া প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৫:৩৮ পিএম
আখাউড়া প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৫:৩৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রুবেল আহমেদ (দৈনিক কালবেলা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাদ্দাম হোসেন (আরটিভি)।
এছাড়া মো. নাজমুল আহমেদ রনি (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক এবং মো. অমিত হাসান আপু (নব চেতনা) প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
১৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে স্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।
সভায় সাংবাদিকতা পেশার মানোন্নয়ন, পেশাগত ঐক্য এবং নৈতিকতা বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইএইচ