Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময়

আল আমিন, নীলফামারী

আল আমিন, নীলফামারী

এপ্রিল ১৭, ২০২৫, ০৭:১৬ পিএম


নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময়

"বস্তুনিষ্ঠার জন্য চাই সত্য নিষ্ঠা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।

বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা নায়েবে আমির ড. মো. খায়রুল আনাম, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তব্য দেন- নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।

তিনি সাংবাদিকদের ওপর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও বক্তব্য প্রদান করেন।

জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়নি।" তিনি আরও বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার সাংবাদিকদের ওপর যে ডিজিটাল নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছিল, তা বাতিলের দাবিটি আমরা কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরব। সাংবাদিকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবেই উপস্থাপন করুন।"

জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম বলেন, “দীর্ঘদিন পর নিজেকে মানুষ মনে হচ্ছে, কারণ আজ মন খুলে কথা বলছি।” তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। যদি কোনো সাংবাদিককে কোনো ব্যক্তি বা দল ক্ষতির চেষ্টা করে, জামায়াতে ইসলামী তার পাশে থাকবে।”

আগামী ১৮ এপ্রিল কেন্দ্রীয় জামায়াতের আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠেয় সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

ইএইচ

Link copied!