কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত গরুটির মালিক মো. আবু হোসেন, তিনি মৃত ইয়াছিন আলীর ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবু হোসেন জানান, সকালে বাড়ির পাশে বাগানে তিনটি গরু সবুজ ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখেছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি গরুগুলো আনতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, একটি গরু বজ্রপাতে মারা গেছে। তিনি আরও জানান, মৃত বকনা গরুটির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “বজ্রপাতে একটি গরুর মৃত্যুর খবর পেয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাকৃতিক দুর্যোগের সময় গবাদি পশু খোলা আকাশের নিচে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “গরমের সময় অতিরিক্ত তাপদাহেও গরু রোদে না রাখার জন্য কৃষকদের অনুরোধ জানানো হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।”
ইএইচ