Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

মাটিরাঙ্গায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

এপ্রিল ১৭, ২০২৫, ০৭:৪৫ পিএম


মাটিরাঙ্গায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ওয়াছু এলাকায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থৈইঅংগ্য মারমা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং ওয়াছু মৌজার হেডম্যান অংপ্রু মারমা।

প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, “গত ১৭ বছর ধরে পাহাড়ে জাতিগত বিভেদের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করেছে। তবে এবার পাহাড়জুড়ে স্বতঃস্ফূর্তভাবে সাংগ্রাই উদযাপিত হচ্ছে, যা একটি ইতিবাচক পরিবর্তন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবধরনের সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠান শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ইএইচ

Link copied!