Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

ময়মনসিংহে ভাতিজাদের আঘাতে হাসপাতালে আহত চাচার মৃত্যু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

এপ্রিল ১৭, ২০২৫, ০৭:৫০ পিএম


ময়মনসিংহে ভাতিজাদের আঘাতে হাসপাতালে আহত চাচার মৃত্যু

পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বদিয়া ইউনিয়নের চর বড়বিলা গ্রামে ভাতিজাদের মারধরে আহত গরু ব্যবসায়ী নাসির উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক।

তিনি জানান, গত পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে মৃত কছিম সওদাগরের ছেলে নাসির উদ্দিনকে মারধর করে তার ভাতিজা জুয়েল, ইমন, সুজনসহ আরও কয়েকজন। এতে নাসির গুরুতর আহত হয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মারধরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু নাসির উদ্দিন মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইএইচ

Link copied!