মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
এপ্রিল ১৭, ২০২৫, ০৭:৫৪ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
এপ্রিল ১৭, ২০২৫, ০৭:৫৪ পিএম
২০২৪-২৫ শিক্ষাবর্ষের উপবৃত্তি আবেদন কার্যক্রম শেষ হলেও বাদ পড়া শিক্ষার্থীদের জন্য পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের `শিক্ষা উপবৃত্তি-২০২৫` প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদনপত্র গ্রহণের সময়সীমা পূর্বে নির্ধারিত ছিল ১৭ এপ্রিল ২০২৫ রাত ১২টা পর্যন্ত। তবে অনেক শিক্ষার্থী আবেদন করতে না পারায়, আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২৫ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে প্রকাশিত স্মারক নং ২৯.৩৪.৮৪০০.২০৭.৩৩.০০২.২৫-৭২৫, তারিখ: ০৯/০৩/২০২৫ অনুযায়ী অনলাইনে আবেদনের সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
বিষয়টি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে অবহিত করতে জেলা পরিষদ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ইএইচ