সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
এপ্রিল ১৮, ২০২৫, ০৩:৫৯ পিএম
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
এপ্রিল ১৮, ২০২৫, ০৩:৫৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
তিনি বর্তমানে একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত এবং নিয়মিত মামলার আসামি ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে সদর উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাওহীদুল ইসলাম দুর্জয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুর্জয়ের পিতার নাম মো. আব্দুল মোতালেব এবং তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কালির আগলা গ্রামের বাসিন্দা।
ওসি বজলার রহমান বলেন, “ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।”
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ইএইচ