বরিশাল ব্যুরো
এপ্রিল ১৮, ২০২৫, ০৪:২০ পিএম
বরিশাল ব্যুরো
এপ্রিল ১৮, ২০২৫, ০৪:২০ পিএম
দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদার প্রথা বাতিল, টেন্ডার জটিলতা নিরসন এবং বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের আর্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী জাবেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা ও হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহ-সভাপতি খলিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এ জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী এবং লেবার কোর্টের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান আউটসোর্সিং প্রথা শ্রমিকদের সঙ্গে চরম বৈষম্য ও শোষণ তৈরি করেছে। তারা দ্রুত আউটসোর্সিং নীতিমালার পরিবর্তন, প্রকল্পভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদারি প্রথা বাতিলের জোর দাবি জানান। সেই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের দাবিও তোলেন তারা।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরীর সদর রোড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে এসে শেষ হয়।
ইএইচ