Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

মির্জাপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৫, ০৫:৩৬ পিএম


মির্জাপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১১ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন।

গ্রেপ্তার মোজাম্মেল হোসেন (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলাজ মিস্ত্রির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল ও খাদিজা বেগম গত ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। তারা পরিবার নিয়ে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। সংসারে তাদের ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। খাদিজা বেগম গোড়াই সাউথইস্ট টেক্সটাইল কারখানায় চাকরি করেন। মোজাম্মেল সিএনজি চালাতেন। বেশকয়েক দিন যাবৎ মেয়েটি তার মায়ের কাছে শরীরের বিশেষ অঙ্গে ব্যথার কথা জানান। তাকে কয়েকবার ব্যথার ওষুধও কিনে দেয়া হয়েছিল। কিন্তু ব্যথা কোনোভাবে না যাওয়ায় কারণ উদঘাটনের চেষ্টা করেন মা খাদিজা। সর্বশেষ গত ৫ এপ্রিল রাতে মেয়ের মুখেই তিনি জানতে পারেন তার স্বামীই তাদের মেয়েকে ধর্ষণ করেছে। ঘটনা প্রকাশ করলে তাকে খুন করারও হুমকি দেন মোজাম্মেল। পরে খাদিজা বেগম বাদী হয়ে গত ৫ এপ্রিল মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মোজাম্মেল হোসেন। তাকে বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাতে র‌্যাব-৭ সদস্যরা ফেনী থেকে গ্রেপ্তার করেন।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এই ঘটনা মুখে আনা কষ্টকর। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!