Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন

শিমুল হাছান, ফরিদগঞ্জ

শিমুল হাছান, ফরিদগঞ্জ

এপ্রিল ১৮, ২০২৫, ০৭:৫৫ পিএম


ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে এই সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, “যারা বিগত দিনে সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দলকে ভালোবেসে ত্যাগ ও শ্রম দিয়েছেন, তারাই যুবদলে জায়গা পাবেন। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে আঁতাতকারীরা দলে স্থান পাবে না। আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। তার নির্দেশ রয়েছে, কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের দলে জায়গা দেওয়া যাবে না।”

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইসলাম হোসেন তালুকদার। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. হাছান মাহমুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও এমরান হোসেন।

বক্তারা বলেন, বিএনপির দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের দিয়েই যুবদলকে পুনর্গঠন করতে হবে। জাতীয়তাবাদী দল সন্ত্রাস বা চাঁদাবাজিতে বিশ্বাস করে না। যারা দলের শৃঙ্খলা মানে না, তাদের এই দলে থাকার অধিকার নেই।

তারা আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফরিদগঞ্জে বিএনপির অভিভাবক আলহাজ্ব এমএ হান্নান চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে চলছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য নফর আলী মুন্সী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন গাজী, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন ও দেলোয়ার হোসেন জুয়েল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!