Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

পূবাইলে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৫, ০৮:১৮ পিএম


পূবাইলে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

গাজীপুরের পূবাইল রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে নরসিংদী কমিউটার ট্রেন থামিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার সকাল ৮টায় পূবাইলের স্থানীয় বাসিন্দারা লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলস্টেশন এলাকায় মানববন্ধন শুরু করেন। এ সময় তারা নরসিংদী কমিউটার-১ ট্রেনটিকে থামিয়ে তাদের দাবির কথা জানান।

স্থানীয়দের ভাষ্য মতে, পূবাইল রেলওয়ে স্টেশনটি গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে প্রতিদিন শত শত যাত্রী ঢাকা শহরের বিভিন্ন স্থানে অফিসসহ নানান কাজে যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন।

তারা বলেন, “দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবির বাস্তবায়ন না হলে, পরবর্তী সময়ে শিক্ষার্থীসহ পূবাইলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। যতদিন পর্যন্ত যাত্রাবিরতির ঘোষণা না আসবে, ততদিন আমাদের কর্মসূচি চলবে।”

এ বিষয়ে পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মো. মুসা বলেন, “আজকের মানববন্ধনের বিষয়ে আমাকে কেউ জানায়নি। সকালে হঠাৎ এসে তারা ট্রেন থামানোর দাবি জানায়। আমি তাদের বলেছি, নিয়ম অনুযায়ী ট্রেন থামানোর কোনো অনুমতি নেই। তবে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের মানববন্ধন হয়েছে। আজ সকালেও সামনে তিতাস ট্রেন থাকায় নরসিংদী কমিউটার ট্রেনটি ১৫ মিনিটের জন্য থেমেছিল। আমি তাদের জানাই, এটি তাদের দাবির প্রতি সংবেদনশীলতার একটি প্রতীক। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে কোনো নির্দেশনা এলে পরবর্তীতে জানানো হবে।”

ইএইচ

Link copied!