Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৫, ১০:৫২ এএম


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে চাকরি করার সময় রুশ বাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। তার মৃত্যু সংবাদ শুক্রবার (১৮ এপ্রিল) এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

আকরাম, যিনি উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে, ওয়েল্ডিং কাজ শিখে রাশিয়ায় গিয়ে সেখানে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ শুরু করেছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী আকরামের পাঠানো টাকায় তার পরিবার কিছুটা স্বচ্ছলতা অনুভব করেছিল। তবে আড়াই মাস আগে আকরাম দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ইউক্রেন যুদ্ধে অংশ নিতে শুরু করেন।

গত ১৩ এপ্রিল থেকে আকরামের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শুক্রবার তার এক সহযোদ্ধা ফোনে জানায়, ইউক্রেন সেনাবাহিনীর মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আকরামের মা মোবিনা বেগম বারবার মুর্ছা যাচ্ছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা শোকে হতবিহ্বল।

আকরামের পরিবার নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানিয়েছেন, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিআরইউ

Link copied!