মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো:
এপ্রিল ১৯, ২০২৫, ১১:৩৩ এএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো:
এপ্রিল ১৯, ২০২৫, ১১:৩৩ এএম
চট্টগ্রামের চকবাজার এলাকায় বৃষ্টিজনিত জলাবদ্ধ রাস্তায় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়। উদ্ধারকর্মীদের রাতভর তল্লাশির পর শনিবার সকালে ১৫ ঘণ্টা পর মিলেছে শিশুটির নিথর দেহ।
নিহত শিশুর নাম সেহরিশ। সে আসাদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার বাসিন্দা শহিদ ও সালমা বেগম দম্পতির একমাত্র কন্যা।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সেহরিশকে নিয়ে তার মা ও দাদী কাপাসগোলার নবাব হোটেল সংলগ্ন গলিতে ফুফুর বাসায় যাচ্ছিলেন। সে সময় রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে ছিল। গলিটি অতিক্রম করার সময় রিকশাচালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি হিজলা খালে পড়ে যায়। মা ও দাদীকে জীবিত উদ্ধার করা গেলেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চাক্তাই খালে সেহরিশের নিথর দেহ ভেসে ওঠে। খালপাড়ে থাকা দুই যুবক শিশুটিকে উদ্ধার করেন।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া গতি ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটিতে চলছে আহাজারি ও শোকের মাতম। নিখোঁজ হওয়ার পর থেকেই সেহরিশের মা মোবিনা বেগম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
বিআরইউ