Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর মিলল কিশোরের মরদেহ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

এপ্রিল ১৯, ২০২৫, ১১:৫১ এএম


ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর মিলল কিশোরের মরদেহ

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর রেললাইনের পাশের একটি জঙ্গল থেকে নাহিদ হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ভাঙ্গুড়া উপজেলার একটি রেললাইনসংলগ্ন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাহিদ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নাহিদের বাবা নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে তার মেয়েকে নিয়ে ভাঙ্গুড়ায় আসেন। এ সময় নাহিদও সঙ্গে ছিল। দুপুরের পর থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মোবাইল ফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতেই এলাকায় মাইকিং করা হয়।

পরদিন শুক্রবার বিকেলে রেললাইনের পাশের জঙ্গলে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতেই নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নাহিদের স্বজনরা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

বিআরইউ

Link copied!