Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী প্রতিনিধি:

এপ্রিল ১৯, ২০২৫, ০১:৩৩ পিএম


নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা `মিথ্যা মামলা‍‍` প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে চাটখিল বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার খিলপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে স্কুল গেইটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন,‘পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুবদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাবন্দি করেছে। বিশেষ করে ফজলুর রহমান মদু ও মোঃ শামীম-কে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। আমরা তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

সমাবেশে বক্তব্য রাখেন— চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, মোহাম্মদ আলী, আনিছুর রহমান হানিফ, লিয়াকত আলী ভুট্রু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— খিলপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক কেফায়েত মাওলানা, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, প্রচার সম্পাদক মনির হোসেন।

সমাবেশে বক্তারা সরকার ও অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।

বিআরইউ

Link copied!