রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৪২ পিএম
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৪২ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে এক দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজারহাট উপজেলার বোতলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৮০০ জন প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চক্ষু, মেডিসিন, শিশু ও প্যাথলজি বিভাগে দায়িত্বরত চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি বিতরণ করা হয় পুষ্টিকর খাবার, শিশুদের টুথব্রাশ, পোশাক এবং নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন।
চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আবদুল লতিফ বলেন, “আমি ফ্রিতে ডাক্তার দেখিয়ে চশমা ও ওষুধ পেয়েছি। হাতের কাছেই চিকিৎসা পেয়ে খুব ভালো লেগেছে।”
আবদুল খালেক বলেন, “কমর থেকে পা পর্যন্ত খুব ব্যথা। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। এখানে ফ্রিতে চিকিৎসা ও ওষুধ পেয়েছি।”
শিশু সিমির বাবা শাহাজামাল জানান, “কয়েকদিন ধরে আমার বাচ্চাটা অসুস্থ ছিল। এখানে শিশু ডাক্তার দেখালাম, ওষুধপত্র ফ্রিতে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।”
ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাম্প কো-অর্ডিনেটর আবু হাসনাত দিপু, ডা. মশিউর রহমান, ডা. রাকিব ভুঁইয়া, জামসেদুল ইসলাম, সেবিকা কবিতা রানী ও মার্কি চাকমা, ল্যাব টেকনোলজিস্ট খোকন নাথসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
ক্যাম্প কো-অর্ডিনেটর আবু হাসনাত দিপু জানান, “আগামী দুই মাস উত্তরবঙ্গের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরণের চিকিৎসা ক্যাম্প চলমান থাকবে।”
ইএইচ