Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫,

ধামইরহাটে পিএফজির পর্যালোচনা ও পরিকল্পনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৪৯ পিএম


ধামইরহাটে পিএফজির পর্যালোচনা ও পরিকল্পনা সভা

নওগাঁর ধামইরহাট উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট-এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ এবং সঞ্চালনায় ছিলেন পিএফজির উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল বাবু।

সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, বিএনপি নেতা শাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, জাতীয় পার্টির নেতা দেওয়ান আব্দুল হান্নান ও মুক্তারুল আলম, বাসদের উপজেলা শাখার সভাপতি দেবলাল টুডু, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু প্রমুখ।

সভায় পিএফজির চলমান কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কার্যপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইএইচ

Link copied!