সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
এপ্রিল ১৯, ২০২৫, ০৪:৪৫ পিএম
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
এপ্রিল ১৯, ২০২৫, ০৪:৪৫ পিএম
কুড়িগ্রামে চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা ও অন্যান্য হস্তশিল্প প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে যাত্রাপুর ইউনিয়নের ফেডারেশন হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
তিনি চরাঞ্চলের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা এবং রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান এবং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রিপন।
সভায় বক্তারা বলেন, চরাঞ্চলের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলোও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
ইএইচ