Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫,

ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১৯, ২০২৫, ০৫:২৭ পিএম


ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের টাউন হল চত্বরে বরিশালের সর্বস্তরের ছাত্র ও যুবসমাজের ব্যানারে মানববন্ধন ও গণমিছিল আয়োজন করা হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্র-যুবসমাজ এবং ইসলামী চিন্তাবিদ ও আলেমরা অংশগ্রহণ করেন।

এর আগে শুক্রবার বিকেলে একই দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে সদর রোডে আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর মো. লোকমান হাকিম।

বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা আবুল খায়ের, নাসিরউদ্দিন নাইস, আজিজুল হক, তানভীর আহম্মেদ শোভন প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে মামলার পর নিকটতম প্রতিদ্বন্দ্বীরা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে বরিশালেও কেন মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করা হবে না—এমন প্রশ্ন তোলেন তারা।

তারা অভিযোগ করেন, ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে মুফতি ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের দিন নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে তাকে আহত করে এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। বক্তারা দাবি করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছে। তারা আরও বলেন, যদি নিরপেক্ষ ভোট হতো তবে হাতপাখা প্রতীকের প্রার্থীই বিজয়ী হতেন।

বক্তারা জানান, এ বিষয়ে ইতোমধ্যে আদালতে মামলা করা হয়েছে এবং নির্বাচনী ট্রাইব্যুনাল আগামী রবিবার এ বিষয়ে আদেশ দেবেন। তারা দ্রুত মুফতি ফয়জুল করীমকে বরিশাল সিটির মেয়র হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!