Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫,

সোনারগাঁওয়ে ৮৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও বন্ধু-ডে অনুষ্ঠিত

পনির ভূঁইয়া, সোনারগাঁও

পনির ভূঁইয়া, সোনারগাঁও

এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৩৭ পিএম


সোনারগাঁওয়ে ৮৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও বন্ধু-ডে অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জি.আর. ইনস্টিটিউশনের এসএসসি ১৯৮৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও বন্ধু-ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

৮৯ ব্যাচের মো. রিপন ভূঁইয়া ও মাসুদ হোসেন জসিমের উদ্যোগ ও আয়োজনে সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকার পানাম ফুড পার্ক রেস্টুরেন্টে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজনে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, বন্ধুদের সংবর্ধনা, দেশের মঙ্গল কামনায় দোয়া এবং মধ্যাহ্নভোজ। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে রিপন ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রতিবছর এই মিলনমেলা আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে। আমরা চাই সামনে ৮৯ ব্যাচের সবাই সুখে-দুঃখে একসঙ্গে পথ চলুক, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার ফারুক আহম্মেদ তপন, সাবেক কমিশনার ছালমা আক্তার ও তাসলিমা আক্তার, জি.আর. ইনস্টিটিউশনের শিক্ষক আফজাল হোসেন, সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আরিফ হোসেন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান, মাসুম মোল্লা, বাদল, পনির মোল্লা, তোফাজ্জল হোসেন, ইকবাল মিয়া, মাসুদ কামাল, আতিক মিয়া, ফিরোজ মিয়াসহ আরও অনেকেই।

ইএইচ

Link copied!