Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

দুই ডাক্তার বোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেলেন গ্রামের রোগীরা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৪১ পিএম


দুই ডাক্তার বোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেলেন গ্রামের রোগীরা

টাঙ্গাইলের মির্জাপুরে আয়োজন করা হয় একদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এতে আড়াই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।

শুক্রবার উপজেলার বানাইল ইউনিয়নের বানাইল গ্রামে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

উদ্যোগটি নেন ওই গ্রামেরই দুই কৃতি সন্তান, ডাক্তার দুই বোন—ডা. মিতু আক্তার ও ডা. নুসরাত জাহান রিতু।

জানা যায়, বানাইল গ্রামের সেলিম খান ও মনোয়ারা বেগম দম্পতির দুই কন্যা মিতু ও রিতু। বড় মেয়ে ডা. মিতু আক্তার ২০১৬ সালে এমবিবিএস পাস করে কুমুদিনী হাসপাতালে ও একাধিক বেসরকারি ক্লিনিকে সেবা দিয়ে বর্তমানে মির্জাপুর পৌর এলাকার আধুনিক হাসপাতালে গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। ছোট বোন ডা. নুসরাত জাহান রিতু ২০২৪ সালে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে কুমুদিনী হাসপাতালে কর্মরত রয়েছেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে তারা দুজন সিদ্ধান্ত নেন নিজ গ্রামের মানুষের জন্য একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করার। শুক্রবারের এই আয়োজনে প্রায় ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এতে ব্লাড গ্রুপিং, আরবিএসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রায় ৩০ হাজার টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল কাদের বলেন, “আমরা ওদের নিয়ে গর্বিত। তারা ডাক্তার হয়ে নিজ এলাকার মানুষের জন্য যে ভালোবাসা ও দায়িত্ববোধ দেখিয়েছে তা নিঃসন্দেহে অনুকরণীয়।”

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, “নিজ এলাকার মানুষের সেবা দেওয়ার অনুভূতি অনন্য। ডা. মিতু ও ডা. রিতুর মতো সকল চিকিৎসকদের উচিত সুযোগ পেলে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানো।”

ইএইচ

Link copied!