Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

হবিগঞ্জে সিনিয়র সাংবাদিককে আইনজীবীর চড়থাপ্পড়

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৪৭ পিএম


হবিগঞ্জে সিনিয়র সাংবাদিককে আইনজীবীর চড়থাপ্পড়

দৈনিক জনতার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক ডা. শেখ এম এ জলিলকে প্রকাশ্যে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হবিগঞ্জের আইনজীবী নুরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে।

ঘটনাটি আদালত প্রাঙ্গণের উকিল লাইব্রেরিতে সংঘটিত হয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনজীবী সমিতিতে লিখিতভাবে জানান সাংবাদিক জলিল।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

জানা যায়, মাসখানেক আগে সাংবাদিক জলিল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনোয়ার আলীর চেম্বারে শিক্ষানবীশ আইনজীবী রুমা আক্তারকে গাউন না পরার অনুরোধ জানান। ওই শিক্ষানবীশ আইনজীবী বর্তমানে অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর অধীনে কাজ করছেন। অভিযোগ রয়েছে, রুমা আক্তার বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করেন অ্যাডভোকেট নুরুল ইসলামের কাছে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ এপ্রিল জজ কোর্টের উকিল লাইব্রেরিতে সাংবাদিক জলিলকে দেখতে পেয়ে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী তাকে প্রকাশ্যে চড়থাপ্পড় মারেন ও টানাহেঁচড়া করে অপমান করেন। উপস্থিত অন্যান্য আইনজীবী ও সাধারণ লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনায় সাংবাদিক জলিল হবিগঞ্জ আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ফুটেজে দেখা গেছে, বিনা উসকানিতে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন আইনজীবী নুরুল ইসলাম চৌধুরী।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হবিগঞ্জের সাংবাদিক সমাজসহ সাধারণ নাগরিকরা। তারা অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর গ্রেপ্তার এবং তার সনদ বাতিলের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ইএইচ

Link copied!