মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৫৫ পিএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৫৫ পিএম
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অভ্যন্তরীণ দ্বন্দ্বের চাপে রয়েছেন সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।
সংস্থার প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজিএম সেলিমের নেতৃত্বাধীন দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
জানা গেছে, এজিএম সেলিমের সঙ্গে মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের সখ্যতা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সিডিএ’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সংস্থার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাও চলমান।
অভিযোগ রয়েছে, নগরে একটি ভবনের জন্য মাত্র দুইটি ইট একত্র করলেও সিডিএকে ঘুষ দিতে হয়। অনেক সময় ভবন মালিকরা ঘুষ দিয়ে বা আবাসন ব্যবসায়ীদের মাধ্যমে কর্মকর্তাদের ফ্ল্যাট প্রদানের বিনিময়ে নকশা অনুমোদন করিয়ে থাকেন।
চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, “প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের কাছ থেকে অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। আমি আইনের বাইরে কিছু করি না। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি সিডিএতে যোগদানের পর অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমাতে পেরেছি।”
তবে অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব সিডিএ’র কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের পরিবর্তন হলেও সিডিএ’র ভেতরের কাঠামোগত ও নীতিগত সংস্কারে তেমন অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে।
ইএইচ