চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৫৯ পিএম
চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৫৯ পিএম
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. হৃদয় (২২)।
শুক্রবার রাতে কর্ণফুলী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
হৃদয় পটিয়া উপজেলার উত্তর হারিণখাইন এলাকার মো. ফারুকের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার অন্তর্গত বাস্তুহারা এলাকায় বসবাস করে বলে পুলিশ জানিয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ হোসেন বলেন, “ঝটিকা মিছিলের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, গত ১৬ মার্চ গভীর রাতে কর্ণফুলী এলাকায় লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইএইচ