Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

ফরিদগঞ্জে মাটির নিচ থেকে রাইফেলের অংশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৫, ০৬:০৫ পিএম


ফরিদগঞ্জে মাটির নিচ থেকে রাইফেলের অংশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত থ্রি-নট-থ্রি রাইফেলের লোহার অংশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ চরবড়ালী এলাকার শচীন্দ্র চন্দ্র দেবনাথ মাস্টারের বাড়ির পুকুর খননের সময় মাটি খুঁড়ে রাইফেলের বাট ও বডি ছাড়া লোহার অংশটি দেখতে পান শ্রমিকরা।

পরে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করলে, ফরিদগঞ্জ থানার এসআই মো. রকিব উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাইফেলের অংশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

শচীন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, “আমার পুকুরে কোদাল দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের কোদাল একটি লোহার জিনিসে আঘাত করে। পরে সেটি তুলে দেখা যায়, এটি একটি বন্দুকের মতো কিছু। তখনই আমি থানা পুলিশকে খবর দিই।”

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পুকুরে ফেলে গিয়েছিল।”

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বাট ও বডি ছাড়া লোহার অংশ উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। বিস্তারিত জানা যাবে রিপোর্ট পাওয়ার পর।”

ইএইচ

Link copied!