Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

কাউনিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৫, ০৬:১২ পিএম


কাউনিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

শনিবার সকালে সিংহেরকুড়া বালিকা বিদ্যালয় মাঠে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

একই সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক রিজওয়ান, আলমগীর কবির, উপজেলা সংগঠক শিপন আহম্মেদ হিমু প্রমুখ।

মেডিক্যাল ক্যাম্পে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনের নেতৃত্বে চক্ষু, মেডিসিন, প্রসূতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান-গলা, শিশু ও অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

আগত রোগীরা বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে আয়োজক এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএইচ

Link copied!